আমার বাংলা

                          আমার বাংলা


বিশ্বের সেরা আমার বাংলা
জন্ম তারে কোলে ।
বাংলা আমার মায়ের মত
মা কি কখন ভূলি ।।

সন্তান তোমার গর্ভে জন্ম
মাতৃ দুগ্ধে পানে ।
সবুজ শ্যামল শষ্য ফলন
প্রকৃতির এই টানে ।।

বাংলায় জন্ম রবি কবি
অনেক মহা মুনি ।
উওম কুমার মহানায়ক
চলচিত্রে শুনি ।।

গায়ক নায়ক গানে গল্পে।
কবি সাহিত্যে কতই মজে ভাই ।
বিশ্বে দিদি মাদার টেরেসা
বাংলায় হলো ঠাই ।।

বাংলার গৌরভ অনসনে,সৌরভ
আমার বাংলায় আছে ।
বাংলায় জন্ম বাউল শিল্পিরা
গান গেয়ে তাই নাছে ।।

তিস্তা তোষা গঙ্গা আত্রই
বাংলায় কত নদী বয় ।
আমার বাংলা আমার কাছে
সুকর ময় ।।
(সংক্ষিপ্ত)




Post a Comment

0 Comments