বিদায় 2017-18

                    বিদায় 2017-18



হৃদয় ভরা কান্না
নয়ন ভরা জলে
চীর তরে 2017-18
যাচ্ছে যেন চলে।

কেউ করলো হাসি ঊল্লাস।
কেউ করলো দুঃখ
কেউ করলো মৃত্যু বরন।
কারবা মনে সুখ।

ডেঙ্গুতে আর নোটের টানে।
পরলো কত মারা।
সচ্ছ ভারত অসচ্ছ থাকলো।
দিলোনা কেউ সারা ।

ঝার দিয়ে যায়না জঙ্গল।
দেশের মধ্যে থাকে।
লঙ্কায় গেলে রাবন রূপ নেয়।
ভালো বলবো কাকে।

নেতা মরলো পুলিশ মরলো।
মরলো মজুর ভাই।
তাদের মৃত্যু তে দেশের মানুষ।
দূঃখ কেন পাই।

তুলসী ফুলে মন পবিত্র।
গঙ্গা জলে ধোয়া।
স্বার্থের জালে জড়িয়ে পরে।
চরিত্র যায় খোয়া।

মরজিদ আর মন্দির নিয়ে।
করছে শুধুই লড়াই।
রাম আগে না বাবর আগে।
কাকে আমরা সরাই।

কোটি কোটি টাকা করলো চুরি।
বিজয়, নিরব, হাওয়া।
বাঁচার জন্য আন্দোলন কৃষক।
পুলিশ করলো ধাওয়া।

GST আইন আসলো দেশে।
বনিক গুনবে কর।
কারবা টাকায় কোথায় যাবে।
জন গন করবে গড়।

দেশের বড় সংস্তা খোয়েন্দা CBI।
তাদের প্রতি নাই আর আস্তা।
এই ভাবে দুর্নীতি গ্রহস্ত হলে।
গনতন্ত্র হবে খাস্তা।

ইতিহাসে থাকবে আমার নাম।
আমি তবে নাই।
একটু পরে চলে যাব।
টা টা বাই বাই।

Post a Comment

3 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)