হিজরা দিদি

হিজরা দিদি

হাতে দেয় তালি
পকেট করে খালি ।
মাথায় দেয় হাত
করে আশীর্বাদ ।।

পরে রং বেরং গের শাড়ি
মনটা নেয় কারি ।
মাথায় বড় কেশ
ধরে নারির বেশ ।।

ট্রেনে বাসে চলে
মেয়ালি কথা বলে ।
কোমড় যায় দুলে
কেউ যাবে না ভুলে ।।

দশ বিশ দেয় তারে
তবি তারা যায় সরে ।
কতই দেখায় চাইল
টাকা না দিলে পারে গাইল ।।

পুরুষ মহিলা কিছু না বুঝে
পেটের দায়ে টাকা খুজে ।
তবুও তাড়া চেযে খায়
মাঝে মধ্যে গানও গায় ।।

সদ্য শিশু হলে পরে
তেল মাখিয়ে আদোর করে ।
বিয়া কিংবা অনুষ্ঠানে
গান বাজনায় হিজরা আনে ।।

সাধ্য মতো করে দান
হিজরা দিদিদের রাখো মান ।
দেশ জুড়ে হিজরা দিদি
তারা যেন না হয় ছেদি ।।

কবি:-স্বপন কুমার রায়
গোসানিমারী,কোচবিহার

Post a Comment

3 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)